॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ২১শে ফেব্রুয়ারী সকাল ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করণ এবং দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের মুক্তমঞ্চে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি কামরুন নাহার চৌধুরী লাভলীসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। এরপর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নেতৃত্বে বের করা হয় বিশাল শোক র্যালী। র্যালীটি প্রধান সড়ক দিয়ে পান্না চত্বর প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এসব কর্মসূচীতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পদক এডঃ শফিকুল আজম মামুন, এডঃ রফিকুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরূপ দত্ত হলি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পারিজাত কুমার পাল, কৃষি বিষয়ক মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক খন্দকার সাইফুদ্দিন হাবিব, জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবু বককর খান, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।