Site icon দৈনিক মাতৃকণ্ঠ

প্রযুক্তি ব্যবহারে অবশেষে ধরা পড়লো ডাকাতরা

॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ীর ডিবি পুলিশ গত ২০শে ফেব্রুয়ারী রাতে নাহিদ নহির স্বাধীন(৪০) এবং সুমন হোসেন(৩৬) নামের দুই সড়ক ডাকাতকে গ্রেফতার করেছে।
ডিবির ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, দুই মাস পূর্বে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা ছোট ব্রীজ এলাকায় রাতে মহাসড়কের উপর গাছ ফেলে ব্যারিকেড দিয়ে এক সিংগাপুর প্রবাসীর মাইক্রোবাসে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। সেই ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকালে প্রযুক্তির সহায়তায় কুষ্টিয়া থেকে ডাকাতি হওয়া একটি ট্যাব উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী স্বাধীন ও সুমনকে শনাক্ত করে বুধবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে স্বাধীন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিল গাথুয়া গ্রামের মৃত সুন্নত মন্ডলের ছেলে এবং সুমন কুষ্টিয়া জেলা সদরের আমলাপাড়া এলাকার মৃত ফরহাদ হোসেনের ছেলে। গতকাল ২১শে ফেব্রুয়ারী বিকালে তাদেরকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করার পর তারা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান খায়রুল্লাহর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।