Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে এতিমখানার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মধুপুর গ্রামে পারিজাত এতিমখানা ও বৃদ্ধাশ্রমের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে প্রায় ৫ মাস ধরে ধর্ষণ ও আরো দুই শিশুকে মোবাইলে পর্ণোগ্রাফী দেখিয়ে যৌন নিপীড়ন করার অভিযোগে ওই এতিমখানার শিক্ষক রবিউল ইসলাম(২৯) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষক রবিউল ইসলাম একই উপজেলার খালিয়া মধুপুর গ্রামের উমর আলী শেখের ছেলে।
বালিয়াকান্দি থানার এসআই নুর মোহাম্মদ জানান, রবিউল পারিজাত এতিমখানা ও বৃদ্ধাশ্রমে শিক্ষকতা করতেন। সেই সুবাদে সে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীর সাথে সুসম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্কের জের ধরে রবিউল তাকে আর্থিক প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে এতিমখানার মেয়েদের গোসলখানায় নিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ধর্ষণ করে। প্রায় ৫মাস ধরে রবিউল ওই ছাত্রীকে ধর্ষণ করে আসছিল। এছাড়াও সে একই মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে টাকার প্রলোভনে গোসল খানায় নিয়ে মোবাইলে পর্ণোগ্রাফী দেখিয়ে তাদেরকে যৌন নিপীড়ন করে।
এ ঘটনায় পারিজাত এতিমখানা ও বৃদ্ধাশ্রমের ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মেদ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা করলে গতকাল ১৯ ফেব্রুয়ারী অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলামকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
একই দিন বিকেলে গ্রেফতারকৃত রবিউল ইসলাম ১৬৪ ধারায় ও যৌন নির্যাতনের শিকার ওই ৩শিক্ষার্থী ২২ধারায় আদালতে জবানবন্দী প্রদান করে। জবানবন্দী শেষে অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলামকে কারাগারে প্রেরণ করাসহ ভিকটিমদের মাদ্রাসা কর্তৃপক্ষের জিম্মায় মুক্তিদেন আদালত।
বালিয়াকান্দি থানার মামলা নং-৯, তাং-১৯/২/২০১৯, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৯(১)/১০ তৎসহ পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনের ৮(৫) (ক)।