Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কালুখালীর দুইটি ইট ভাটা ও ওষুধের দোকানকে জরিমানা

॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ীর কালুখালী উপজেলার ২টি ইট ভাটা ও ১টি ওষুধের দোকানকে জরিমানা করা হয়েছে।
গতকাল ১৯শে ফেব্রুয়ারী অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিএসটিআই’র নির্দিষ্ট পরিমাপের বেশী জায়গা জুড়ে নামফলক ব্যবহার করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৮ ধারায় এম.এফ.বি ব্রিকস নামের ১টি ইট ভাটাকে ২০ হাজার এবং এ.এম.বি ব্রিকস নামের আরেকটি ইট ভাটাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মৃগী বাজারের পূর্ণিমা ফার্মেসী নামের একটি ওষুধের দোকানকে একই আইনের ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা দেয়া হয় এবং আইনটি সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। জেলা প্রশাসন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা পুলিশ এই অভিযানে সহযোগিতা করে।