Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়া যৌনপল্লীতে প্রবেশের সময় ইয়াবাসহ এক যুবক আটক

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ দৌলতদিয়া যৌনপল্লীতে প্রবেশের সময় ৯ পিস ইয়াবাসহ আরজু সরদার(২৫) নামের এক যুবক আটক হয়েছে। সে রাজবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ ভবাণীপুর গ্রামের তালেব সরদারের ছেলে।
জানা গেছে, গত ১৭ই ফেব্রুয়ারী রাত সাড়ে ৯টার দিকে আরজু সরদার দৌলতদিয়া যৌনপল্লীতে প্রবেশ করছিল। এ সময় যৌনপল্লীর প্রবেশ মুখের চেকপোস্টে তল্লাশীকালে পল্লীর পাহারাদাররা ৯ পিস ইয়াবাসহ তাকে আটক করে। পরে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।