॥শিহাবুর রহমান॥ রাজবাড়ীতে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে আব্দুর রহমান কাজী(৩৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
গতকাল ১৮ ফেব্রুয়ারী এ মামলার রায়ে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার এ দন্ডাদেশ প্রদান করেন। তবে আঃ রহমান কাজীর সহযোগি এ মামলার চার্জশীটভূক্ত ২নং আসামী রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহর ছেলে সুমন মিয়া(২৮) বেকসুর খালাস পেয়েছেন। দন্ডিত রহমান কাজী রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর পশ্চিম পাড়ার তোফাজ্জেল হোসেন কাজীর ছেলে।
জানাযায়, ঘটনার প্রায় আড়াই বছর আগে রহমান কাজীর স্ত্রী মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পর থেকে তার আপন মেয়ে(১১) রামকান্তপুর গ্রামে নানা বাড়ীতে থেকে লেখাপড়া করতো। সেখান থেকে মাদকাসক্ত রহমান কাজী প্রায়ই তাকে বাড়ীতে নিয়ে মারধর করে জোর করে ধর্ষণ করতো। কিন্তু সে ভয়ে ঘটনাটি কখনো কাউকে বলার সাহস পাইনি। এভাবে সে তাকে প্রায় দেড় বছর ধরে ধর্ষণ করে আসছিল। শুধু তাই নয় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতার ছেলে সুমনকে দিয়েও তাকে ধর্ষণ করায় নরপশু আব্দুর রহমান। এরপর ২/৩ দিন পর পর তারা শিশুটিকে ধর্ষণ করতো।
এ ঘটনায় শিশুটির নানাী আয়শা বেগম বাদী হয়ে রহমান কাজী ও তার সহযোগি সুমনকে আসামী করে বিগত ২০১৭সালের ৮ই নভেম্বর রাজবাড়ী থানায় মামলা করেন। রাজবাড়ী থানার মামলা নং-২৪, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৯(১)। মামলার তদন্তভার নেন তৎকালীন রাজবাড়ী সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ কামাল হোসেন ভূইয়া (যিনি বর্তমানে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি পদে রয়েছেন)।
ডিবির ওসি মোঃ কামাল হোসেন ভূইয়া জানান, ওই মামলার তদন্তভার আমার ওপরে ছিলো। শিশুটির নানীর মামলার প্রেক্ষিতে ওই দিনই অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করি। পরদিন তাদেরকে কারাগারে পাঠানো হয় এবং একই দিন রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করার পর আদালতে জবানবন্দী দেয় শিশুটি। এ মামলায় উল্লেখিত দুইজনকে অভিযুক্ত করে বিগত ২০১৮সালের ৩১জানুয়ারী আদালতে চার্জশীট প্রদান করেন তিনি।
আদালত সুত্র জানায়, গতকাল ১৮ ফেব্রুয়ারী এ মামলায় রায়ে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে আব্দুর রহমান কাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত। সেই সাথে অভিযোগ প্রমানিত না হওয়ায় সুমন মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হয়।
রাজবাড়ীতে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদন্ড
