॥হেলাল মাহমুদ॥ গতকাল ১৭ই ফেব্রুয়ারী ভোরে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় প্রচন্ড শিলা বৃষ্টি হয়েছে। এতে পেঁয়াজ, রসুন, ধনিয়া, গম, সরিষা, মটর কলাইসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কৃষক রাজ্জাক শেখ বলেন, ভোরে হঠাৎ প্রচন্ড শিলা বৃষ্টি নামে। অনেক দিন এ ধরনের শিলা বৃষ্টি দেখা যায়নি। এর ফলে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ উপজেলার হাউলী কেউটিল গ্রামের কালাম ফকির বলেন, ভোরে এই শিলা বৃষ্টির পর বাড়ীর উঠানসহ মাঠ-ঘাটে বড় বড় শিলা বিছিয়ে পড়ে ছিল। অনেক দিন পর এ ধরনের শিলা বৃষ্টি হলো। এতে তার পেঁয়াজ ক্ষেতের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এই শিলা বৃষ্টিতে কয়েকশ হেক্টর কৃষি জমির ফসল নষ্ট হয়েছে। তবে এ অঞ্চলের প্রধান ফসল পেঁয়াজের গুটি আসার আগেই এই শিলা বৃষ্টি হয়েছে বলে পেঁয়াজের ক্ষতি অপেক্ষাকৃত কম হয়েছে। এ ব্যাপারে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হবে।