Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে বিয়ের আসরে গিয়ে বাল্য বিয়ে ঠেকালেন এসিল্যান্ড

॥এম.এইচ আক্কাছ॥ গোয়ালন্দে অপ্রাপ্ত বয়স্ক বর-কনে ও তাদের অভিভাবকদের বিয়ের আসর থেকে তুলে এনে বাল্য বিয়ে ঠেকালেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন।
জানা গেছে, গত ১৫ই ফেব্রুয়ারী বিকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী দুদু খান পাড়া গ্রামের আঃ ছালাম মীর মালতের ছেলে সুজন মীর মালত বর সেজে একই ইউনিয়নের শাহাজদ্দিন মন্ডল পাড়া ইনস্টিটিউট মাধ্যমিক স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে করতে যায়। এ উপলক্ষে ধুমধামের সাথে কনের বাড়ীতে বিয়ের আয়োজন চলছিল। এ খবর পেয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দল্লøাহ আল মামুন পুলিশ ফোর্স নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হয়ে বর-কনে ও উভয় পক্ষের অভিভাবকদের গাড়ীতে করে তার কার্যালয়ে নিয়ে আসেন।
ওই ছাত্রীর সনদ পত্রে দেখা যায়, সে ২০১৫ সালে চর দৌলতদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী পাস করেছে। সে অনুযায়ী তার এখনও বিয়ের বয়স হয়নি।
ওই ছাত্রীর পিতা জানান, বরের আত্মীয় উজানচর ইউনিয়নের চুন্নু মেম্বার এক নোটারী পাবলিককে দিয়ে এফিডেভিট করিয়ে তার মেয়ের বয়স বাড়িয়ে আনে। তিনি সেই এফিডেভিটের কপি সহকারী কমিশনার (ভূমি)কে দেখান। এ সময় উভয় পক্ষের অভিভবকগণ ক্ষমা প্রার্থনা করলে সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বাল্য বিবাহ প্রতিরোধ আইন-২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় উভয় পক্ষের কাছ থেকে ২হাজার টাকা করে জরিমানা আদায় করেন। এরপর তারা বাল্য বিয়ে না দেয়ার মুচলেকা দিয়ে ছাড়া পান।
এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, বাল্য বিয়ে দন্ডনীয় অপরাধ। বিষয়টি প্রচারের স্বার্থে এবং অভিভাবকদের বাল্য বিয়ের কুফল বোঝানোর জন্য তাদেরকে আমার কার্যালয়ে নিয়ে এসেছিলাম। পরে জরিমানা আদায় করে ও মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।