Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা পুলিশের অভিযানে ৪০০ বস্তা ইউরিয়া সার ভর্তি ট্রাকসহ ২জন আটক

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার কলিমহর ও মাছপাড়ার সীমান্তবর্তী গোপালপুর ব্রিজের কাছে সড়কে গত ২৩শে ফেব্রুয়ারী রাত ১০টার দিকে পাংশা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চালক ও হেলপারসহ ট্রাকভর্তি ৪০০ বস্তা চোরাচালানীর ইউরিয়া সার আটক করেছে।
আটককৃত সারের মূল্য প্রায় ৩লাখ ২০হাজার টাকা। ফরিদপুর থেকে সারের এ চালানটি কুষ্টিয়ার খোকসা ও কুমারখালীতে নিয়ে যাওয়া হচ্ছিল।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার এস.আই মনিরুজ্জামান মোল্লার নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি দল গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে ঢাকা-মেট্রো-১১-৭০৭৪নং ট্রাকের চালক আরিফ ও হেলপার মজিবরসহ ট্রাকভর্তি পলাশ ইউরিয়া ফ্যাক্টরীর ৪০০ বস্তা সার আটক করে। আটক ট্রাকের চালক আরিফ ও হেলপার মজিবরের বাড়ী ফরিদপুরে।
পাংশা থানার এসআই মনিরুজ্জামান মোল্লা জানান, ট্রাকভর্তি ৪০০ বস্তা ইউরিয়া সার চোরাচালানের মাধ্যমে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর বাজারের সার ব্যবসায়ী গনেশ ও কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরের জাহান ট্রেডার্সের জনৈক জহুরুলের দোকানে পাচার করার সময়ে পাংশার কলিমহর ও মাছপাড়ার সীমান্তবর্তী গোপালপুর ব্রিজের কাছে সড়কের উপর থেকে আটক করা হয়। ঢাকা-মেট্রো-১১-৭০৭৪নং ট্রাকে বহনকৃত উক্ত সারের ৯৩৮৮নং চালানে ৩২০ বস্তা সার বালিয়াকান্দির মৃধা স্টোর ও ৯৩৯২ নং চালানে ৮০ বস্তা সার বালিয়াকান্দির সাহা ট্রেডার্সে নিয়ে যাওয়ার কথা। কিন্তু নিয়ম বহির্ভূতভাবে চোরাচালানীর মাধ্যমে পাচারের দায়ে চালক ও হেলপারসহ ট্রাকভর্তি ৪০০ বস্তা সার আটক করা হয়েছে।
এ ঘটনায় এসআই মনিরুজ্জামান মোল্লা বাদী হয়ে গ্রেপ্তারকৃত আরিফ ও মজিবরসহ ৮জনকে এজাহারনামীয় আসামী করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় পাংশা থানায় নং-৭, তাং-২৪/২/২০১৭ দায়ের করেছে।