॥শাহ ফারুক হোসেন॥ ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলেন মির্জা আহসানুজ্জামান আজাউল।
তিনি ফরিদপুর জেলা পরিষদের সদস্য, মধুখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।
গতকাল ১৪ই ফেব্রুয়ারী বিকালে তিনি মধুখালী উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার রুহুল আমিনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় মধুখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুর রহমানসহ তার সমর্থক যুবলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহের পূর্বে মির্জা আহসানুজ্জামান আজাউল জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
উল্লেখ্য, মির্জা আহসানুজ্জামান আজাউল ছাড়াও চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী গোলাম মনসুর নান্নু, ভাইস চেয়ারম্যান পদে মধুখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের মুরাদুজ্জামান মুরাদ, ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান, শিক্ষক আবুল কাশেম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের মোরশেদা আক্তার মিনা ও মহিলা পরিষদের শুক্লা রায় মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ১৮ই ফেব্রুয়ারী পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে এবং ১৮ই মার্চ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।