Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের যাত্রা বিরতি

॥শিহাবুর রহমান॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন গত ২৩শে ফেব্র“য়ারী রাতে মেহেরপুর জেলার গাংনী উপজেলায় জনসভা শেষে ঢাকায় ফেরার পথে রাজবাড়ী সার্কিট হাউজে যাত্রা বিরতি করেন।
রাত সাড়ে ৮টায় তিনি রাজবাড়ী সার্কিট হাউজে পৌছালে জেলা প্রশাসক জিনাত আরা ও পুলিশ সুপার সালমা বেগম,পিপিএম-সেবা ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে রাজবাড়ীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাশেদ খান মেননের যাত্রা বিরতির খবর পেয়ে জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সম্পাদক মন্ডলীর সদস্য আরমান আলী, মওলা বকস, যুব মৈত্রীর সভাপতি বিপ্লব কুমার রায়, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ ও রাজবাড়ী ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য এমপি মোঃ ইয়াছিন আলী, ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দীপংকর সাহা দিপু ও মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরান আলী উপস্থিত ছিলেন।
রাত্রী যাপন শেষে গতকাল ২৪শে ফেব্র“য়ারী সকাল সাড়ে ৬টার দিকে মন্ত্রী রাশেদ খান মেনন রাজবাড়ী ত্যাগ করেন।