Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৩ই ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম শুদ্ধ সুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৭টি ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। তাদের মধ্যে বহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রথম, রামদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় এবং বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।
প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান ও জাইকার প্রতিনিধি রাশেদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।