Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু নির্মাণের ঘোষণায় আনন্দ মিছিল অনুষ্ঠিত

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মানের ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীসহ সরকারকে ধন্যবাদ জানিয়ে গতকাল ১৮ই ফেব্রুয়ারী বিকেলে গোয়ালন্দ উপজেলায় বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলাবাসীর ব্যানারে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্ত্বর থেকে শত শত মানুষের অংশগ্রহণে বিকেল ৫টায় শুরু হয় আনন্দ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র ও ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহম্মদ আলী চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম, জেলা পরিষদের সদস্য হাসান ইমাম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ সামাদ মোল্লা, কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, সাবেক অধ্যক্ষ খন্দকার আঃ মুহিত হিরা, উজানচর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, উজানচর ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নাজিরুল ইসলাম, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান উদ্দিন আহম্মেদ, আ’লীগ নেতা ফকীর আব্দুল মান্নান, উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস মোল্যা, যুবলীগ নেতা রফিকুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা অবিলম্বে প্রধানমন্ত্রীর ওয়াদা ও সম্প্রতি জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ঘোষণা দ্বিতীয় পদ্মাসেতু বাস্তবায়নের ঘোষণার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ধন্যবাদ জানানো হয়। এছাড়া অবিলম্বে পদ্মাসেতু কার্যকেরর দাবী জানান।
উল্লেখ্য, গত ১৩ই ফেব্রুয়ারী জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে জাসদের(আম্বিয়া) সংসদ সদস্য নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, চলতি অর্থ বছরেই দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা নদীর উপর দ্বিতীয় পদ্মা সেতুসহ আরো ৮টি বড় সেতুর কাজ শুরু হবে।