॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার গতকাল ১২ই ফেব্রুয়ারী দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৩জন ট্রাক ড্রাইভারকে জরিমানা করেছেন।
জানা গেছে, কালুখালী উপজেলার হরিণবাড়িয়া সড়কে তিনি এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকায় ৩জন ট্রাক ড্রাইভারকে ২হাজার, ১হাজার ও ৫শত টাকা করে সর্বমোট সাড়ে ৪হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা এবং কালুখালী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
কালুখালীতে ৩জন ট্রাক ড্রাইভারকে জরিমানা
