Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের ঐতিহ্যবাহী সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গত ৯ই ফেব্রুয়ারী বিকেলে সম্পন্ন হয়েছে।
অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার মোল্লার সভাপতিত্বে আনন্দঘন পরিবেশে সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নওশাদ আলী চৌধুরী ও এটিও অঞ্জলী রানী প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজের ইংরেজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ আবুল কাশেম, পাংশা সরকারী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবু ছাঈদ মোঃ নুরুল হুদা, বিসিকের অবসরপ্রাপ্ত ডিজিএম মোঃ মজিবর রহমান, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন অরিফুল ইসলাম, কাশেদ আলী ও তপেস কুমার দে।
জানা যায়, সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের এবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। সমাপনী অনুষ্ঠানে সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেন শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন প্রজন্মকে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।