Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পত্রিকায় সংবাদ প্রকাশের পর॥ভ্রাম্যমান আদালতে পাংশার একটি ইট ভাটাকে ১লক্ষ টাকা জরিমানা

॥স্টাফ রিপোর্টার॥ লাইসেন্স থাকায় ও জ্বালানী হিসেবে কাঠ পোড়ানোর দায়ে রাজবাড়ী জেলার পাংশা চরপাড়া এলাকার এস.কে.বি ব্রিক্স নামের একটি ইট ভাটার মালিককে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ইট ভাটার মালিক সিদ্দিকুর রহমানকে দ্রুত ভাটার ড্রাম চিমনী অপসারণ এবং আর কাঠ না পোড়ানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারী দৈনিক মাতৃকণ্ঠে “পাংশার চরপাড়ায় অবৈধভাবে চলছে ড্রাম চিমনির ইটভাটা!” শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হবার পর ভ্রাম্যমান আদালত গতকাল ৯ই ফেব্রুয়ারী সেখানে অভিযান পরিচালনা করে।