Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বেথুলিয়া দাস বাড়ীতে দু’দিনব্যাপী শ্রীশ্রী শ্যামা ও শীতলা দেবীর পূজা

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বেথুলিয়া দাস বাড়ীতে স্থানীয় যুব সংঘের উদ্যোগে ২দিনব্যাপী শ্রীশ্রী শ্যামা ও শীতলা দেবীর পূজা গতকাল ৯ই ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে।
বিকালে শীতলা দেবীর পূজা ও বলিদান অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম বিশ্বাস, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল হাসান তুষার, সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, বেথুলিয়া দাস বাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রীকান্ত দাস, সাধারন সম্পাদক শান্তি দাস, যুব সংঘের সদস্য বিমল কুমার, সুভাষ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
পূজা-অর্চনার পাশাপাশি মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ১০ই ফেব্রুয়ারী শ্রীশ্রী শ্যামা(কালী) পূজা ও বলিদান এবং রাতে প্রসাদ বিতরণ করা হবে।