॥হেলাল মাহমুদ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির এক সভা গতকাল ৯ই ফেব্রুয়ারী সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য সচিব আলহাজ্ব শাহাদত হোসেন মিল্টন, সদস্য হামিদুল হক বাবলু, আসাদুল হক মিলন, আব্দুল মান্নান, জাকির হোসেন, হাজী কাওছার, ইকবাল হায়দার মিলন, মাওলানা লুৎফর রহমান, এডঃ আনিসুর রহমান, ফিরোজ মুজাহিদ, তজিবর রহমান, রাকিবুল ইসলাম শামীম, ওবায়দুর রহমান কোবেদ, আক্কাস আলী বাবু ও আসাদুজ্জামান চাঁদ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় রাজবাড়ীর ৫টি উপজেলায় যারা সম্ভাব্য প্রার্থী হতে চান তারা মতপ্রকাশ করেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মপন্থা সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও সভায় যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারী মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রাজবাড়ী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সভানুষ্ঠিত
