॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অভিযানে গত ৭ই ফেব্রুয়ারী রাতে রাজবাড়ী শহরের স্টেশন রোড ও ভান্ডারিয়া বাজার থেকে এসএসসির ভুয়া প্রশ্নফাঁস চক্রের ৩ জন সদস্য গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার ইন্দ্রনারায়নপুর গ্রামের হক মিয়ার ছেলে মতিন মিয়া(২৫) এবং একই উপজেলার গোপীনাথদিয়া গ্রামের ইউসুফ আলী খানের ছেলে কামরুল হাসান(২৩) ও আবু বকর সিদ্দিকের ছেলে জুয়েল হোসেন (২৫)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির নামে প্রতারণামূলক কর্মকান্ড চালানোর অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে রাজবাড়ী শহরের স্টেশন রোডে অভিযান চালিয়ে মতিন মিয়াকে এবং পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ভান্ডারিয়া বাজারে অভিযান চালিয়ে কামরুল হাসান ও জুয়েল হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা দক্ষ মোবাইল টেকনিশিয়ান এবং প্রতারণার মাধ্যমে অনলাইন ভিত্তিক ওয়েব পেজ চালু করে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রশ্নফাঁস প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদেরকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের অভিযানে রাজবাড়ীতে এসএসসির প্রশ্ন ফাঁস চক্রের ৩জন সদস্য গ্রেফতার
