॥কাজী তানভীর মাহমুদ॥ মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট (প্যাথলজিক্যাল পরীক্ষায় ব্যবহৃত) ব্যবহার ও সঠিকভাবে সংরক্ষণ না করায় রাজবাড়ী শহরের রাবেয়া(প্রাঃ) হাসপাতাল ও আর্দশ ক্লিনিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ৭ই ফেব্রুয়ারী দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয়ের কর্মকর্তাগণ পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা পাবলিক হেলথ অফিস এলাকার রাবেয়া (প্রাঃ) হাসপাতালকে ৫হাজার টাকা এবং একই এলাকার আদর্শ ক্লিনিককে ২হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রাবেয়া(প্রাঃ) হাসপাতাল ও আদর্শ ক্লিনিকে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে সংরক্ষণ না করায় তাদেরকে জরিমানা করা হয়। এছাড়াও কয়েকটি ক্লিনিক পরিদর্শন করে ব্যবস্থাপনার সাথে জড়িতদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা প্রদান ও আইনটি সম্বলিত লিফলেট বিতরণ করা করে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারে॥রাজবাড়ীর রাবেয়া হাসপাতাল ও আদর্শ ক্লিনিককে জরিমানা
