Site icon দৈনিক মাতৃকণ্ঠ

২০দিন বন্ধ থাকার পর॥জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে পুনরায় ফেরী চলাচল শুরু

॥কাজী তানভীর মাহমুদ॥ নাব্যতা সংকটের কারণে ২০দিন বন্ধ থাকার পর গতকাল ৭ই ফেব্রুয়ারী থেকে পুনরায় চালু হয়েছে রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটের ফেরী চলাচল।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জৌকুড়া ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে একটি ইউটিলিটি ফেরী পাবনার উদ্দেশ্যে রওনা দেয়। এর মাধ্যমে এই নৌরুট ব্যবহারকারীদের প্রতীক্ষার অবসান হলো।
জৌকুড়া ঘাটের ইজারা প্রতিনিধি সোহেল রানা বলেন, নদী পথে রাজবাড়ীর সঙ্গে পাবনা জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে এই জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুট। এ রুটে প্রতিদিন অনেক যানবাহন ও যাত্রী নদী পারাপার হয়। দীর্ঘদিন পর ফেরী চলাচল আবার শুরু হওয়ায় এ রুটের চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকরা স্বস্তি পেলেন।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী(চঃ দাঃ) কে.বি.এম সাদ্দাম হোসেন বলেন, জৌকুড়া ফেরী ঘাটটি রাজবাড়ী জেলাকে পার্শ্ববর্তী পাবনা জেলার সাথে সম্পৃক্ত করেছে। ঘাটটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। নাব্যতা ফিরিয়ে এনে এবং পন্টুন স্থানান্তর করে পুনরায় ফেরী চলাচল চালু করা হয়েছে।
উল্লেখ্য, নাব্যতা সংকটের কারণে গত ১৮ই জানুয়ারী থেকে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটের ফেরী চলাচল বন্ধ হয়ে যায়।