Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মসূচী

॥স্টাফ রিপোর্টার॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আগামীকাল ২০শে ফেব্রুয়ারী থেকে ২৩শে ফেব্রুয়ারী পর্যন্ত ৪দিনব্যাপী একুশে বইমেলাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে ঃ ২০শে ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে একুশে বইমেলা উদ্বোধন, বিকাল ৫টায় আলোচনা অনুষ্ঠান, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১মিনিটে সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ কর্তৃক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সুবিধামত সময়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, বিকাল ৩টায় ডাঃ আবুল হোসেন কুইজ প্রতিযোগিতা, বিকাল ৪টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বিকাল সাড়ে ৪টায় একুশের প্রেক্ষিত শীর্ষক আলোচনা, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ২২শে ফেব্রুয়ারী বিকেল ৫টায় আলোচনা অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৩শে ফেব্রুয়ারী বিকেল ৫টায় আলোচনা অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা সোয়া ৭টায় সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।