॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা গতকাল ৭ই ফেব্রুয়ারী সকালে কালুখালী দাখিল মাদ্রাসার শ্রেণী কক্ষ নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এ সময় মাদ্রাসার গভর্নিং বডি’র সভাপতি খোন্দকার আনিসুল হক বাবু, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল ওহাব, আক্তার হোসেন, এখলাছুর রহমান, মোয়াজ্জেম হোসেন, ক্রীড়া শিক্ষক তোফায়েল হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান শাহিন, ইউপি সদস্য আঃ লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)’র অর্থায়নে আড়াই লক্ষ টাকা ব্যয়ে নতুন শ্রেণী কক্ষ নির্মাণের জন্য মাদ্রাসার একাডেমিক ভবন সম্প্রসারণের এই কাজ চলছে।
কালুখালী দাখিল মাদ্রাসার শ্রেণী কক্ষ নির্মাণ পরিদর্শন
