॥এম.এইচ আক্কাছ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম গতকাল ৬ই ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকা থেকে ৩পিস ইয়াবাসহ নিপা আক্তার(২৬) নামের এক যৌনকর্মীকে আটক করে।
পরে তাকে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এরপর তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
দন্ডিত নিপা আক্তার জানায়, সে দৌলতদিয়া পতিতাপল্লীর সহিদের বাড়ীর ভাড়াটিয়া। তার বাড়ী ময়মনসিংহ জেলার ব্রাক্ষ্মণদিয়া। পতিতাপল্লীর আজিজের বাড়ীর ভাড়াটিয়া বিথি পোড়াভিটা থেকে ৩পিস ইয়াবা কিনে নিয়ে দেয়ার জন্য তাকে ৭শত টাকা দিয়েছিল। সে ইয়াবাগুলো কিনে পতিতাপল্লীতে যাওয়ার সময় গ্রেফতার হয়।
দৌলতদিয়ায় ইয়াবাসহ আটক যৌনকর্মীর জেল
