॥কাজী তানভীর মাহমুদ॥ অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় রাজবাড়ী শহরের ৪টি হোটেল-রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম গতকাল ৬ই ফেব্রুয়ারী সকালে এই অভিযান পরিচালনা করে।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ী শহরের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় রাজবাড়ী শহরের পান্না চত্বরের পালকি চাইনিজ রেস্টুরেন্টকে ৩হাজার, রোদেলা বিকেল ফাস্ট ফুড এন্ড চাইনিজকে ২হাজার ৫শত এবং আমাদের হোটেলকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ধারণা প্রদান করাসহ ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিলি করে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করায়॥রাজবাড়ীর ৪টি হোটেল রেস্টুরেন্টকে জরিমানা
