॥কাজী তানভীর মাহমুদ॥ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে গতকাল ৫ই ফেব্রুয়ারী সকালে রাজবাড়ী বাজারের ৪জন দোকানীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া পানি মিশ্রিত ১৫/২০ লিটার দুধ জব্দ করে ধ্বংস করা (ফেলে দেয়া) হয়।
অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ী বাজারে অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় কাঁচা বাজারের রব মোল্লা ট্রেডার্স, জিয়া মল্লিক ও শর্মা স্টোর নামের ৩টি দোকানের মালিককে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ১হাজার টাকা করে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মেসার্স মন্ডল ট্রেডার্স নামের দোকানের মালিককে ১হাজার টাকাসহ সর্বমোট ৪হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুধ বাজারে অভিযান চালিয়ে পানি মেশানো ১৫/২০ লিটার দুধ জব্দ করে ধ্বংস করা (ফেলে দেয়া) হয়।
এছাড়াও অভিযানকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা দেয়া হয় এবং ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে আইনটি সম্পর্কিত লিফলেট বিলি করে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
রাজবাড়ী বাজারের ৪জন দোকানীর জরিমানা॥পানি মেশানো দুধ ধ্বংস
