Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জেলার ব্র্যান্ড সঙ্গীত “পদ্মা কন্যা রাজবাড়ী” গানের রেকর্ডিং সম্পন্ন

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার ব্যান্ড সঙ্গীত ‘পদ্মা কন্যা রাজবাড়ী’ গানের রেকর্ডিং গতকাল ১৭ই ফেব্রুয়ারী বিকেল ৩টায় রাজধানী ঢাকার মালিবাগের পিয়ানো স্টুডিও’তে ১০জন শিল্পীর অংশগ্রহণে সম্পন্ন হয়।
গানের গীতিকার, সুরকার ও পরিচালক রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা। গানের শিল্পীগণ হলেন ঃ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা, কালেক্টরেটের সহকারী কমিশনার সাদিয়া শাহনাজ খানম, কণ্ঠশিল্পী শাহীনূর বেগম পপি, চপল স্যান্যাল, নিজাম আনছারী, জান্নাতুল ফেরদৌসী মিমি, কাজী নুসরাত জাহান সুমি, সুদীপ্তা স্যান্যাল ও টিটু কুমার দে। এ সময় জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল ও জেলা কালাচারাল অফিসার পার্থ প্রতীম দাস উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা, এ মাসের মধ্যেই ব্র্যান্ড সঙ্গীত ‘পদ্মা কন্যা রাজবাড়ী’ গানের সিডি হাতে পাওয়া যাবে। গানটি পত্রস্থ করা হলো ঃ
“পদ্মা কন্যা রাজবাড়ী”
পদ্মা নদীর কন্যা এক, নাম তাহার রাজবাড়ী
তাঁকে নিয়ে আমরা সবাই গর্ব করি।।
নানান রকম ফল আর ফসল
সারা বছর ফলে
হরেক রকম মাছ আছে
নদী খালে বিলে।।
গড়াই হড়াই নদীর মাঝি।।
বাজায় বাঁশরী
তাঁকে নিয়ে আমরা সবাই গর্ব করি।।
পিঠা পায়েশ মিষ্টি মধু
চমচম আর সন্দেশ
জারী সারী ভাটিয়ালী
শুনতে লাগে বেশ।।
কলশি কাঁখে গাঁয়ের বধু।।
বড়ই সুন্দরী
তাঁকে নিয়ে আমরা সবাই গর্ব করি।।
পদ্মা মোদের মায়ের মতন
গুনের সীমা নাই
এই জেলাতে আইসো বন্ধু
দাওয়াত দিয়া যাই।।
খাইতে দিব পাটালী গুড়।।
সঙ্গে দিব মুড়ি
তাঁকে নিয়ে আমরা সবাই গর্ব করি।।
পদ্মা নদীর এক কন্যা, নাম তাহার রাজবাড়ী
তাকে নিয়ে আমরা সবাই গর্ব করি।।