Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে ৬জন ট্রাক ড্রাইভারের জরিমানা

॥রঘুনন্দন সিকদার॥ ধারণ ক্ষমতার অতিরিক্ত বালু বহন, ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদ না থাকায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৬জন ট্রাক ড্রাইভারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ৩রা ফেব্রুয়ারী বেলা ৩টার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মোটরযান আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে ৮হাজার ৫শত টাকা জরিমানা করেন।
জরিমানা হওয়া ট্রাক ড্রাইভাররা হলো ঃ ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের ইকরাম হোসেন, মাগুরা জেলা সদরের সিরাজদিয়া গ্রামের পিকুল মোল্লা, ভিটামাইল গ্রামের রাশেদুল ইসলাম, মালিকগ্রামের আলম মল্লিক, শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের হিরু বিশ্বাস এবং মজদিয়া গ্রামের জাহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, উল্লেখিত ট্রাক ড্রাইভাররা পাংশা উপজেলার হাবাসপুর থেকে ধারণ ক্ষমতার অতিরিক্ত বালু বোঝাই করে বালিয়াকান্দি বাজারের ভিতর দিয়ে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিল। বিষয়টি নজরে এলে বালিয়াকান্দি থানার ওসি ট্রাকগুলোসহ ড্রাইভারদেরকে আটক করে নিয়ে আসার পর অতিরিক্ত বালু বহন এবং ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদ না থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদেরকে ১৯৮৩ সালের মোটরযান আইনের সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়।