Site icon দৈনিক মাতৃকণ্ঠ

১৭টি তালা কেটে॥রাজবাড়ী শহরের চিত্রা মার্কেটের ইভা সাইকেল স্টোরে দুর্ধর্ষ চুরি

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের টাউন হল মার্কেটের(চিত্রা হল মার্কেটের) ‘ইভা সাইকেল স্টোর’ নামের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ১লা ফেব্রুয়ারী দিনগত ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।
ইভা সাইকেল স্টোরের মালিক ইলিয়াস মন্ডল জানান, গত শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দোকানে ব্যবসা করি। সন্ধ্যার দিকে নতুন কেনা মালামাল দোকানে রাখি। ভোরে(গতকাল শনিবার) খবর পাই দোকানে চুরি হয়েছে। এসে দেখি দোকানের লোহার কেচি গেটসহ সাটারের ১৭টি তালা কেটে ভিতরে ঢুকে চুরি করেছে। দোকানের পাশেই তালা ভাঙ্গার যন্ত্রটি পড়ে আছে। দোকানে থাকা ৫০ সেট ব্যাটারী চুরি হয়েছে, যার প্রতিটির মূল্য ২০টাজার টাকা। পাশাপাশি ৩লক্ষ টাকার খুচরা যন্ত্রাংশসহ সর্বমোট ১৩লক্ষ টাকার মতো মালামাল চুরি হয়েছে। দোকানে থাকা সিসি টিভির ক্যামেরা ও মনিটর চোরেরা ভেঙ্গে ফেলে। তবে দোকানের বাইরে রাস্তার ইলেক্ট্রিক খুঁটিতে লাগানো অপর সিসি ক্যামেরা এবং পাশের রুমে থাকা সিসি টিভির হার্ডডিস্ক চোরেরা নিতে পারেনি। এতে চুরির কাজে ব্যবহৃত সাদা রঙের একটি পিকআপ সিসি ক্যামেরায় ধরা পড়েছে। কয়েকটি ব্যাংক থেকে ২৭ লক্ষ টাকা ঋণ নিয়ে এই ব্যবসা করছিলাম। এখন আমি সর্বশান্ত হয়ে গেলাম।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ক্যামেরায় ধরা পড়া চোরদের ব্যবহৃত গাড়ীটি শনাক্তের প্রক্রিয়াসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।