॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গত ৩০শে জানুয়ারী বেলা ১১টায় তার কার্যালয় প্রাঙ্গণে কালুখালী উপজেলার ধুবাড়িয়া গ্রামের আলম খান নামের এক প্রতিবন্ধীকে সমাজসেবা পরিষদের তহবিল থেকে ১০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, কালুখালীর রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুুফা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী আলম খান গত ০৫/১২/২০১৮ ইং তারিখে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানীতে অংশ নিয়ে চলাফেরার সুবিধার্থে একটি মোটর চালিত চেইন সিস্টেমের ভ্যান গাড়ীর জন্য আবেদন করে। জেলা প্রশাসক আবেদনপত্রটি জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালকের নিকট পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। সমাজসেবা বিভাগ আবেদনপত্রটি পাওয়ার পর জেলা সমাজকল্যাণ পরিষদের তহবিল হতে ১০ হাজার টাকা অনুদানের ব্যবস্থা করে। সম্মানিত জেলা প্রশাসক মহোদয় প্রতিবন্ধী মোঃ আলম খানের চলাচলের সুবিধার্থে মোটর চালিত ভ্যানগাড়ির ব্যবস্থা করায় সে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
মদাপুরের এক প্রতিবন্ধীকে অনুদানের চেক প্রদান করলেন জেলা প্রশাসক
