Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়া মডেল হাই স্কুলে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ ‘জ্ঞানের সন্ধানে কুইজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুলে গতকাল ৩১শে জানুয়ারী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনির্বাণ ছাত্র কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। দৌলতদিয়া মডেল হাই স্কুলসহ স্থানীয় আক্কাস আলী হাই স্কুল ও সাবি ইল হাসান মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রতিযোগিরা প্রথম স্থান লাভ করে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম। এ সময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, সহকারী শিক্ষক জামাল উদ্দিন মোল্লা, সুরাইয়া পারভীন, রমজান আলী, শামীম শেখ, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, জুয়েল রানা, অনির্বাণ ছাত্র কল্যাণ সংস্থার সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফকীর রাসেল আহম্মেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজাত শেখ, ইয়াসিন, রূপা আক্তার, এমদাদুল হক মিলন, সোহেল রানা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।