॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী গতকাল ৩১শে জানুয়ারী বিকাল ৪টায় জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় জেল সুপার আনোয়ারুল করিম, জেলার নূর মোহাম্মদ মৃধা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
কারাগার পরিদর্শনের প্রাক্কালে কারারক্ষীদের সুসজ্জিত একটি দল জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করে। এরপর জেলা প্রশাসক কারাগারের অভ্যন্তরে প্রবেশ করলে প্রধান কারারক্ষী তাকে কারাবন্দীদের তথ্য অবহিত করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, কিশোর ওয়ার্ডসহ অভ্যন্তরীণ চত্বর ঘুরে দেখেন এবং কারাবন্দীদের সম্পর্কে খোঁজ-খবর নেন। এরপর তিনি পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করে কারাগার ত্যাগ করেন।
রাজবাড়ী জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক
