Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে খামার থেকে পালানোর পর হরিণের জবাই করা লাশ উদ্ধার

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর গ্রামের সৌখিন খামার থেকে পালানোর পর জবাই করা অবস্থায় একটি চিত্রা হরিণের লাশ উদ্ধার হয়েছে। গতকাল ৩০শে জানুয়ারী দুপুরে এ ঘটনা ঘটে।
হরিণের মালিক রিয়াজ মাহমুদ জানান, ৩মাস আগে তিনি সরকারী লাইসেন্স করে ২টি চিত্রা হরিণ পোষার জন্য নিজের বাড়ীতে নিয়ে আসেন। বর্তমানে হরিণ ২টির বয়স ৬মাস। দুপুরে একটি হরিণ সীমানা প্রাচীর টপকে বাড়ীর বাইরে চলে গিয়ে ফসলের ক্ষেতের মধ্যে ছুটাছুটি করতে থাকে। অনেক চেষ্টা করেও হরিণটি ধরা সম্ভব হয়নি। পরে পার্শ্ববর্তী গ্রামের একটি ক্ষেতের মধ্যে হরিণটিকে জবাই করা অবস্থায় পাওয়া যায়। সেখানকার স্থানীয়রা বলেছে, হরিণটি দৌড়াতে দৌড়াতে হাফিয়ে গেলে কয়েকটি কুকুর হরিণটিকে কামড়ে রক্তাক্ত করে। পরে তারা হরিণটিকে জবাই করে।
কালুখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে রিয়াজ মাহমুদের বাড়ীতে গিয়ে জবাই করা হরিণটি দেখেছি। হরিণটির পিছনের পায়ে কুকুরের কামড়ের মতো জখম রয়েছে।
কালুখালী থানার ওসি এস.এম আবু ফরহাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সকালে হরিণটি লাফিয়ে খামার থেকে বের হয়ে গিয়ে এলাকার বিভিন্ন ফসলের ক্ষেতের মধ্যে দৌড়িয়ে হাফিয়ে যায়। এ সময় হরিণটি কুকুর কামড়ে জখম করে। পরে মৃতপ্রায় হরিণটিকে জবাই করা হয়।