Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার পূঁইজোর ফাযিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির পূঁইজোর ফাযিল মাদরাসায় গত ২৪শে জানুয়ারী সকালে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে হোগলাডাংগী এম.আই কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ ও পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ তৈয়েবুর রহমান, পূঁইজোর ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সাঈদ আহম্মেদ, মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মোশাররফ হোসেন ও মাহমুদ ইবনে আহম্মদ প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এদিকে, বিদায় অনুষ্ঠান শেষে পূঁইজোর ফাযিল মাদরাসায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ‘সততা স্টোর’-এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে পাংশা পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর, প্যানেল মেয়র ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রাশিদা ইয়াসমীন, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, আখরজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।