॥মনির হোসেন॥ মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ৩০শে জানুয়ারী বিকালে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে গণজমায়েত সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালিয়া ইউপির সদস্য আব্দুল করিমের সভাপতিত্বে সভায় কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা কো-অডিনেটর গোলাম মহিউদ্দিন, এনজিও পল্লী মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক আবুল কাশেম, শিক্ষা সমন্বয়কারী ইয়াসিন আলী মোল্লা, ইউপি সদস্য জাফর আলী ও সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
কালুখালীতে মৌলিক সাক্ষরতা প্রকল্পের গণজমায়েত সভা
