Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বানীবহের বৃচাত্রা থেকে ভেজাল পাটালী গুড়সহ ১জন গ্রেফতার

রাজবাড়ীর ডিবি পুলিশ গতকাল ২৯শে জানুয়ারী দুপুরে সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রাম থেকে ১৬৫ কেজি ভেজাল খেজুরের পাটালীগুড় ও গুড় তৈরীর সরঞ্জামসহ বক্কার খান(৩৫) নামের এই ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে বৃচাত্রা গ্রামের মকবুল খানের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে -মাতৃকণ্ঠ।