রাজবাড়ীর ডিবি পুলিশ গতকাল ২৯শে জানুয়ারী দুপুরে সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রাম থেকে ১৬৫ কেজি ভেজাল খেজুরের পাটালীগুড় ও গুড় তৈরীর সরঞ্জামসহ বক্কার খান(৩৫) নামের এই ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে বৃচাত্রা গ্রামের মকবুল খানের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে -মাতৃকণ্ঠ।
বানীবহের বৃচাত্রা থেকে ভেজাল পাটালী গুড়সহ ১জন গ্রেফতার
