Site icon দৈনিক মাতৃকণ্ঠ

উদয়পুর হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির উদয়পুর উচ্চ বিদ্যালয়ে গত ২৭শে জানুয়ারী সকালে বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই সাথে আজিজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৮৮জন শিক্ষার্থীর মাঝে ৭৬ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আজিজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাদী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা আনোয়ার, ইউপি মেম্বার দরুদ আলী, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন ও পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনা দাস প্রমূখ উপস্থিত ছিলেন।