॥স্টাফ রিপোর্টার॥ সাংবাদিক সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং জেলা যুবদলের সভাপতি আবুল হাসেম সুজন।
গতকাল ২৮শে জানুয়ারী দুপুরে রাজবাড়ী শহরের পৌর ইউ মার্কেস্থ মেসার্স সুজন এন্টারপ্রাইজ নামের নিজ ঠিকাদারী ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিক সম্মেলন করে তিনি এই পদত্যাগ/অবসর গ্রহণের ঘোষণা দেন।
ব্যক্তিগত কারণ উল্লেখ করে ২৯বছরের (১৯৯০-২০১৯) বিএনপির রাজনীতি থেকে এবং জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জেলা যুবদলের সভাপতি পদ থেকে পদত্যাগ/অবসর গ্রহণের ঘোষণা দেন তিনি। তবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের বাইরে তিনি সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি।
সাংবাদিক সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ
