॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় ডাম্প ট্রাকের সাথে সংঘর্ষে ২জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
গতকাল ২৭শে জানুয়ারী রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ১জন পেশায় অটোচালক। তার নাম হৃদয় শেখ(২৬)। সে রাজবাড়ী শহরের ধুঞ্চি এলাকার ট্রাক ড্রাইভার সিদ্দিক শেখের ছেলে।
অপরজন বাজাজ মোটর সাইকেল গ্যারেজের কর্মী। তার নাম শান্ত(২৫)। সেও ধুঞ্চি এলাকার রং মিস্ত্রী রজব আলীর ছেলে।
জানা গেছে, নিহত হৃদয় ও শান্ত শ্রীপুর বাস টার্মিনাল সংলগ্ন পলাশ ফিলিং স্টেশন থেকে মোটর সাইকেলে তেল নিয়ে বের হওয়ার সময় শ্রীপুর বাজারের দিক থেকে গোয়ালন্দ মোড়ে দিকে দ্রুত গতিতে যাওয়া একটি ডাম্প ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জনেই মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়।
খবর পেয়ে রাজবাড়ী সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী থানার পুলিশ দুর্ঘটনা কবলিত ডাম্প ট্রাক ও মোটর সাইকেলটি থানায় নিয়ে গেছে। ঘটনার সময় ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়।
রাজবাড়ীর শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় ডাম্প ট্রাকের সাথে সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত
