Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ায় আটক ৩জন ছিনতাইকারীর কারাদন্ড

॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ঘাটের বাস টার্মিনাল এলাকায় গতকাল ২৭শে জানুয়ারী সন্ধ্যায় ছিনতাইয়ের চেষ্টাকালে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ৩জন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে।
এরপর তাদেরকে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুনের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে প্রত্যেককে ২মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা ছিনতাইকারীরা হলো ঃ দৌলতদিয়ার মজিদ শেখের পাড়ার মৃত রমজান মুন্সীর ২ছেলে মুন্নাফ মুন্সি(৩০) ও হান্নান মুন্সি(২৮) এবং গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ডের জয়নাল বিশ্বাসের ছেলে লাবলু বিশ্বাস(৪৮)।
গোয়ালন্দ ঘাট থানার এস.আই সনাতন বৈরাগী জানান, ওই ৩জন ছিনতাইকারী দৌলতদিয়া বাস টার্মিনালে এক যাত্রীর টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। ওই যাত্রীর নাম হিরক আহম্মেদ। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মচারী।