॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী ডিবির একটি দল গতকাল ২৭শে জানুয়ারী রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার চর ধুঞ্চি এলাকা থেকে ৫০০ টাকার ৮৪টি নোটসহ আকমল মিয়া(৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
ধৃত আকমল পাংশা উপজেলার কুড়াপাড়া গ্রামের নূরু মিয়ার ছেলে।
রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ কামাল হোসেন ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে চরধুঞ্চি এলাকার কোরবান শেখের বালুর চাতালের সামনে থেকে ৪২হাজার টাকার জালনোটসহ তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আকমল মিয়া বিরুদ্ধে আদালতে আরো ১টি জাল টাকার মামলা বিচারাধীন রয়েছে।
রাজবাড়ী ডিবির অভিযানে চর ধুঞ্চি থেকে ৫০০ টাকার ৮৪টি জাল নোটসহ এক ব্যক্তি গ্রেফতার
