Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে ট্রাকের ওজন স্কেলের কার্যক্রম এক সপ্তাহ যাবৎ বন্ধ

॥এম.এইচ আক্কাছ॥ মেরামতের কাজ চলায় ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্সের সামনে স্থাপিত ট্রাকের ওজন স্কেলের কার্যক্রম প্রায় এক সপ্তাহ যাবৎ বন্ধ রয়েছে। ফলে সেখানকার কর্মচারী ও ট্রাক চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কম্পিউটারের পরিবর্তে হাতে লিখে ট্রাকের ওজন স্লীপ দেয়া হচ্ছে। ট্রাকে বহনকৃত মালের চালান রসিদ দেখে দায়িত্বরত কর্মচারীরা এ কাজ করছে। মালের চালানের উপর ভিত্তি করে ওজন স্লীপ লেখায় সরকারী রাজস্ব আদায় ঠিকমত হচ্ছে না। হাতে লিখে রসিদ দেওয়ায় সময় বেশী লাগছে। ফলে ট্রাকের লম্বা লাইন সৃষ্টি হচ্ছে। রাতে অতিরিক্ত জনবল নিয়োগ করেও দ্রুত কাজ করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে স্কেলে দায়িত্বরত কর্মচারী সোহেল ও রাজু জানায়, স্কেলে ওজন বন্ধ থাকায় ট্রাকের চালান দেখে হাতে স্লীপ লিখে দেয়া হচ্ছে। চালান কপি না থাকলে ট্রাকের নম্বর দেখে পূর্বের হওয়া ওজনের পরিমাণ লিখতে হয়। এতে সময় লাগার পাশাপাশি পরিশ্রমও বেশী হচ্ছে।
মেরামতের কাজ তদারকির দায়িত্বে থাকা বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন জানান, গত ২২শে জানুয়ারী দুপুর থেকে স্কেলে মেরামত কাজ চলছে। কবে নাগাদ কাজ শেষ হবে তা বলা যাচ্ছে না।
তবে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ম্যানেজার শফিকুল ইসলাম আশা করছেন খুব দ্রুতই মেরামত কাজ শেষ হবে। ২/১দিনের মধ্যেই ওজনের কাজ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।