Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার অবসর জনিত বিদায় সংবর্ধনা

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ২৬শে জানুয়ারী দুপুরে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্যের সহধর্মিনী মিসেস সাইদা হাকিম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের গভর্নিং সভাপতি মোঃ মাসুম রেজা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ, কলেজের বিদায়ী অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য আঃ সাত্তার খান, সাবেক সিভিল সার্জন ডাঃ শফিউদ্দিন পাতা, কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এহতেশাম মৃধা, ইংরেজী বিভাগের প্রভাষক সিরাজুল ইসলাম, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক সাইফুল ইসলাম সুমন ও প্রভাষক মকবুল হোসেন রতন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক রকিবুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। শিক্ষা খাতে কোন রকম দুর্নীতি মেনে নেওয়া হবে না। শিক্ষার গুণগত মান উন্নয়নে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। তিনি কলেজের শিক্ষার মান উন্নয়ন ও দুর্নীতিমুক্ত রাখতে কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এছাড়াও বক্তাগণ বিদায়ী অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফার কর্মজীবনের প্রশংসা করে তার জন্য শুভকামনা জানান।
কলেজের গভর্নিং বডি’র সদস্যগণ, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণসহ স্থানীয় সুধীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো. রকিবুল ইসলাম।
উল্লেখ্য, মোঃ গোলাম মোস্তফা ২০০৯ সালে বালিয়াকান্দি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করে। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকালে তিনি কলেজের বিভিন্ন উন্নয়নমূলক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত ২০১৮ সালের ১৩ই ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করেন।