Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে অসুস্থ নির্মাণ শ্রমিকদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অসুস্থ ৫জন নির্মাণ শ্রমিককে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল ২৪শে জানুয়ারী সন্ধ্যায় জামতলা বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এই আর্থিক সহায়তা প্রদানের সময় সংগঠনের সভাপতি ইউছুফ আলী প্রামানিক, সিনিয়র সহ-সভাপতি সমশের শেখ, সাধারণ সম্পাদক উজ্জল মোল্লা, সহ-সাধারণ সম্পাদক রাসেল শেখ মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আবির, কোষাধ্যক্ষ লাল মিয়া, প্রচার সম্পাদক শামসু সরদার, সংগঠনের সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন ও শহিদ শেখসহ অন্যান্য নির্মাণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। আর্থিক সহায়তা বাবদ অসুস্থ ৫জন নির্মাণ শ্রমিককে ৩ থেকে ৫হাজার টাকা করে প্রদান করা হয়।