Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির মনি মুকুর কিন্ডার গার্টেনের দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দির মনি মুকুর কিন্ডার গার্টেনের ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান গতকাল ২৪শে জানুয়ারী সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ্বাস।
মনি মুকুর কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খোন্দকার রফিকুদ্দৌলা বাবলুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি সরকারী কলেজের প্রভাষক সাইফুল ইসলাম এবং প্রভাষক মাসুদুর রহমান মাসুদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক মোহাম্মদ সোহেল মিয়া।
২দিনব্যাপী প্রতিযোগিতার শেষে আজ ২৫শে জানুয়ারী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে।