॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ শিল্পী সংঘের উদ্যোগে গতকাল ২৩শে জানুয়ারী সন্ধ্যায় গোয়ালন্দ বাজারস্থ সংগঠনের কার্যালয়ে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি অপূর্ব সাহা দ্বিজেন, সহ-সভাপতি খালেক খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, সহ-সাধারণ সম্পাদক মোঃ হোসাইন, কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন গেদু, রফিকুল ইসলাম জোনা, সিরাজুল ইসলাম চান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গোয়ালন্দ শিল্পী সংঘ অরাজনৈতিক একটি সাংস্কৃতিক সংগঠন। আমাদের নিজস্ব অর্থে আজ আমরা অহায় গরীব মানুষের মধ্যে এই শীতবস্ত্র দিচ্ছি। আমরা দুস্থ-অসহায় মানুষের পাশে থাকতে চাই।