Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে লেপ-তোষকের দোকানেও বিক্রি হচ্ছে এলপিজি গ্যাসের সিলিন্ডার

॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হাট-বাজারগুলোতে অবাধে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে।
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাসের সিলিন্ডার। এমনকি মুদি দোকান ও লেপ-তোষকের দোকানেও এই গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে। এদের কারও নেই বিস্ফোরক অধিদপ্তর বা ফায়ার সার্ভিসের লাইসেন্স। যেকোন সময় দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি সরকার হারাচ্ছে মোটা অংকের টাকার রাজস্ব।
সরেজমিনে কালুখালী উপজেলার রতনদিয়া বাজার, মদাপুর বাজার, মৃগী বাজার, সাওরাইল বাজার, লাড়ীবাড়ী হাট, বাংলাদেশ হাট ও গতমপুর বাজার ঘুরে দেখা যায় শতাধিক দোকানে অন্যান্য ব্যবসার পাশাপাশি অননুমোদিতভাবে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন।
এ বিষয়ে জানতে চাইলে কালুখালী থানার ওসি এস.এম আবু ফরহাদ বলেন, বিভিন্ন স্থানে গ্যাসের সিলিন্ডার বিক্রির বিষয়টি আমি প্রত্যক্ষ করেছি। অনেক ব্যবসায়ীকে সতর্ক করেছি। তারপরও তারা ব্যবসা করছে। তাছাড়া সিলিন্ডার বিক্রির দোকানে অগ্নিনির্বাপক গ্যাস রাখার নিয়ম থাকলেও তারা তা মানছে না।