Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ব্র্যাক হেলথ সেন্টারের উদ্যোগে গতকাল ২২শে জানুয়ারী বেলা ১১টায় টেলিমেডিসিন ক্যাম্পের মাধ্যমে স্কলার্স স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ রাকিবুর রহমান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ ফাতেমাতুজ্জহরা এবং শিশু বিশেষজ্ঞ ডাঃ ফারহানা আফরোজ।
এ সময় ব্র্যাক সেন্টারের ম্যানেজার আব্দুর রাকিব, প্রোগ্রাম অফিসার শিহাব খান, মেডিকেল এসিস্ট্যান্ট লিপি খাতুন, কালুখালী ব্র্যাক হেলথ সেন্টারের ম্যানেজার নাজনীন নাহার, বালিয়াকান্দি সরকারী কলেজের প্রভাষক নাছিমা পারভীন এবং স্কলার্স স্কুলের অধ্যক্ষ জাফর আলী মিয়াসহ অন্যান্য শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।