॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ীর গোয়ালন্দে যুগান্তর স্বজন সমাবেশ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ঞ-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২১শে জানুয়ারী বিকালে নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রির পরিচালক সেলিম মুন্সি, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জাতীয় পার্টির নেতা হামিদুল হক বাবলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা ও গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক নির্মল কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্টের আহ্বায়ক সাজ্জাদ হোসেন।
ফাইনাল খেলায় দুরন্ত ক্রিকেট একাদশ মঙ্গল সরদার স্মৃতি সংঘকে ২৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকার প্রাইজ মানি ও ট্রফি এবং রানার্স আপ দলকে ৬ হাজার টাকার প্রাইজ মানি ও ট্রফি প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। ফাইনাল খেলায় আম্পায়ার হিসেবে ছিলেন মাসুদ হোসেন ও গোলাম মর্তজা সোহাগ। ধারা বিবরণী দেন আকাশ মন্ডল ও তন্ময় প্রামানিক।
ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় মনা হোসেন। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রানার্স আপ দলের শাকিল হোসেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট (১৫টি) শিকারী হয়েছেন বিজয়ী দলের ইকবাল হোসেন। সর্বোচ্চ রানের (১৩০) পুরষ্কার পেয়েছেন রানার্স আপ দলের শাকিল হোসেন। বিশেষ নৈপুন্য পুরষ্কার পেয়েছেন শিরোনামহীন দলের গোলাম মর্তুজা সোহাগ। টুর্নামেন্টের ফেয়ার প্লে দলের খেতাবও পেয়েছে চ্যাম্পিয়ন দল। ২৪টি দলের অংশগ্রহণে গত ৩০শে নভেম্বর থেকে এই ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয়।