Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে শিশু পুরষ্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ২১শে জানুয়ারী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে জাতীয় শিশু পুুরষ্কার (সাংস্কৃতিক) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকালে প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার।
বক্তাগণ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা পর্বের শেষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসারগণ এবং সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ের বিজয়ীরা পরবর্তীতে জেলা, বিভাগীয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।